ফরিদপুরের চরভদ্রাসন সদর ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকায় ভেকু মেশিন বসিয়ে অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোসাইন। বৃহস্পতিবার (৮ জানুয়ারী ) অভিযানকালে ঘটনাস্থলে অবৈধ মাটি কাটার সত্যতা পাওয়া যায়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধ কাজে ব্যবহৃত ভেকু মেশিনসহ অন্যান্য সরঞ্জাম ও অবকাঠামো ঘটনাস্থলেই বিনষ্ট করে দেওয়া হয়। উপজেলা প্রশাসন জানায়, অবৈধ মাটি কাটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এবং এতে কৃষিজমি ও জনস্বার্থ হুমকির মুখে পড়ে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোসাইন বলেন, “অবৈধভাবে মাটি কাটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। পরিবেশ রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।”
উপজেলা প্রশাসনের এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি প্রকাশ পেয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে প্রশাসনের কঠোর অবস্থানের আশ্বাস দেওয়া হয়েছে।

কুমারেশ পোদ্দার 









