চোখভরা স্বপ্ন ছিল। সামনে ছিল অনার্সে ভর্তি হওয়ার নতুন অধ্যায়। কিন্তু সেই স্বপ্ন আর বাস্তবে রূপ নিল না। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় সীমা (১৮) নামে এক কিশোরীর অকাল মৃত্যু যেন মুহূর্তেই থামিয়ে দিল একটি সম্ভাবনাময় জীবনের পথচলা।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের টিলারচর সুপাড়ি বাগান এলাকায় নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় নাইলনের রশি পেঁচানো অবস্থায় সীমাকে উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. গোফরানুল হক সিজান তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সীমা ওই এলাকার কবির খন্দকারের ছোট মেয়ে। চার বোনের মধ্যে সে ছিল সবার ছোট। দুই বছর আগে মাকে হারানোর পর থেকেই সীমার জীবন যেন আরও নীরব হয়ে উঠেছিল। তবুও পড়াশোনার প্রতি ছিল তার প্রবল আগ্রহ। পরিবারের স্বপ্ন ছিল—এ বছর অনার্সে ভর্তি হবে সীমা।
নিহতের বড় বোন সুবর্ণা (২৫) বলেন, “আমি কয়েকদিন আগে বাবার বাড়িতে এসেছিলাম। ঘটনার দিন সীমা বাবাকে বাজারে পাঠায়। কিছুক্ষণ পর ঘরে তাকে না পেয়ে খুঁজতে গিয়ে দেখি—ও ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে।” কথাগুলো বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
খবর ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের ছায়া। প্রতিবেশীরা হতবাক হয়ে পড়েন এই মর্মান্তিক ঘটনায়।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একটি তরুণ প্রাণের এমন করুণ বিদায় যেন আরও একবার মনে করিয়ে দিল—স্বপ্ন ভাঙার শব্দ কতটা নীরব, অথচ কতটা বেদনাদায়ক।
শিরোনাম :
ফরিদপুর ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের মনোনয়ন বৈধ ঘোষণা
অনার্সে ভর্তির আগেই থেমে গেল পথচলা, চরভদ্রাসনে কিশোরীর করুণ মৃত্যু
চরভদ্রাসনে ‘হ্যাঁ–না’ গণভোট প্রচারণা ঘিরে কৌতূহল, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন।
চরভদ্রাসনে অবৈধ মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট, ভেকু মেশিনসহ সরঞ্জাম ধ্বংস।
চরভদ্রাসনে ৩জন নিয়ে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকের জরিমানা
স্পেনে বিএনপির ঐতিহাসিক দোয়া মাহফিল ‘মাদার অব ডেমোক্রেসি’ বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নেতাকর্মীদের আবেগঘন শ্রদ্ধা
স্পেনে বিএনপির ঐতিহাসিক দোয়া মাহফিল ‘মাদার অব ডেমোক্রেসি’ বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নেতাকর্মীদের আবেগঘন শ্রদ্ধা
কম্বোডিয়ায় সন্ত্রাসী হামলায় চরভদ্রাসনের যুবক নিহত
কম্বোডিয়ায় সন্ত্রাসী হামলায় চরভদ্রাসনের যুবক নিহত
সন্ত্রাস বিরোধী আইনের মামলায় চরভদ্রাসনে আওয়ামী স্বাধীনতা প্রজন্মলীগের দুই নেতা গ্রেপ্তার।
অনার্সে ভর্তির আগেই থেমে গেল পথচলা, চরভদ্রাসনে কিশোরীর করুণ মৃত্যু
-
আবুল কালাম, - প্রকাশের সময় : ০৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- ২১ পড়া হয়েছে
জনপ্রিয়











