- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় এক মোটরসাইকেলে ৩জন একসঙ্গে হেলমেটবিহীন অবস্থায় চলানোর দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার(৮ জানুয়ারী) দুপুরে চরভদ্রাসন উপজেলার গার্লস স্কুল রোডে বাতেন মোল্লা বাড়ির সামনে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে এক মোটরসাইকেলে ৩জন আরোহীসহ হেলমেট ছাড়া যানবাহন চালানোর অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৪৯(১) ধারা লঙ্ঘনের দায়ে নগদ ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন। জরিমানাপ্রাপ্ত ব্যক্তি হলেন মোঃ সায়েম পিতা শেখ আব্দুল আলম।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলা, হেলমেট ব্যবহার এবং অতিরিক্ত যাত্রী বহন না করার বিষয়ে সতর্ক করেন। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পারভেজ ইসলাম 









