ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আওয়ামী স্বাধীনতা প্রজন্মলীগ ফরিদপুর জেলা শাখার দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—
নাজমুল হুদা নান্নু (৫৫), সভাপতি, আওয়ামী স্বাধীনতা প্রজন্মলীগ ফরিদপুর জেলা শাখা এবং
মোঃ আলমগীর হোসেন (৩৮), সহ-সভাপতি, একই সংগঠনের জেলা শাখা।
তারা উভয়েই মৃত তোতা শেখের পুত্র এবং চরভদ্রাসন থানার ইন্তাজ মোল্যার ডাঙ্গী এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, আজ (৫ জানুয়ারি ) বিকেল আনুমানিক ৩টা ১০ মিনিটে চরভদ্রাসন থানাধীন ইন্তাজ মোল্যার ডাঙ্গী এলাকায় আসামিদের নিজ বসতবাড়ির সামনে পাকা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
চরভদ্রাসন থানার সেকেন্ড অফিসার রফিকুজ্জামান জানায়, সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ সংশোধন ২০১৩এর ৮/১১/১৩ দায়ের করা মামলা নং৩ এর ভিত্তিতেই এই গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

চরভদ্রাসন(ফরিদপুর) প্রতিনিধি- 









