♦খাগড়াছড়ি ২৯৮ নং আসনের প্রার্থীদের মনোনয়নপত্র জমাদান চলছে। সকাল থেকে জেলা প্রশাসক কার্যালয়ে প্রস্তুতি থাকলেও প্রার্থীদের দেখা মেলেনি। দুপুরের পর বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূইয়া প্রথমে তার নির্বাচন মনোনয়ন ফরম জমা দেন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আনোয়ার সাদাত বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করেন।
এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমা মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন জমাদানের শেষ সময় বিকাল ৫ টা পর্যন্ত।
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খাগড়াছড়ি ২৯৮ নং আসনে মোট বিএনপি, জামাত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র নেন। ১৬ জনের মনোনয়নপত্র সংগ্রহকারীর মধ্যে এনসিপি প্রার্থী মনজিলা ঝুমা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
প্রার্থীরা তাদের নিরাপত্তা ও সরকারের নিরপেক্ষ উদ্যোগ নেয়ার কথা জানিয়েছন।
খাগড়াছড়ি জেলায় মোট ভোটার ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন। জেলায় নারী পুরুষ মিলে প্রায় সমান সমান ভোটার।












