ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৯শে ডিসেম্বর উপজেলার মিনি কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জালাল উদ্দিন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসেন, চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী, হরিরামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিলাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের প্রধান, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ।
সভায় উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। এ সময় স্থানীয় সাংবাদিকবৃন্দ এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিশেষ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সন্ত্রাসীদের আনাগোনা, চুরি ও ডাকাতি রোধে পুলিশের টহল জোরদারের দাবি জানানো হয়।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় যেন কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে বিষয়ে সবাইকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানান সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন। তিনি সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন।
সভা শেষে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করা হয়।

কুমারেশ পোদ্দার 










