ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল সাড়ে দশটায় ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে উক্ত সভা অনুষ্ঠিত হয় । ফরিদপুরে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সোহরাব হোসেন , অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম,
সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস.এম আব্দুল হালিম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক
মাশউদা হোসেন সহ জেলার অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করার উপর গুরুত্ব আরোপ করেন, জেলায় সারের মূল্যবৃদ্ধি এবং সার সংকট সমাধানে সবাইকে একসাথে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। ফরিদপুর রেলস্টেশন সংলগ্ন বস্তিতে মাদকের বিস্তার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের উদ্যোগে অতিদ্রুত
ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে কাজের অগ্রগতি নিয়ে কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

ফরিদপুর জেলা প্রতিনিধি: 










