ফরিদপুরের সদরপুর উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন। এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল মমিন, উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়, টিটিসি ফরিদপুরের সিনিয়র ইনস্ট্রাক্টর মো. মামুন অর রশিদ, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ফিল্ড অর্গানাইজার মো. মামুনুর রশিদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। বৈদেশিক মুদ্রা অর্জনে তাঁদের অবদান অনস্বীকার্য। একই সঙ্গে প্রবাসীদের অধিকার সংরক্ষণ ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের গৃহীত কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তাঁরা।

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি 










