হামীম গ্রুপ–এর চেয়ারম্যান এমএ মোতালেব হোসেন এক মাস লন্ডনে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফরিদপুরে ফিরে আসায় তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছেন তার শুভাকাঙ্ক্ষী, ভক্তবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন হামিম গ্রুপের অন্যতম পরিচালক ও নেক্সট কালেকশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বেলাল হোসেন। দীর্ঘদিন পর নিজ জন্মভূমি ফরিদপুরে ফিরে আসায় তাকে ঘিরে উচ্ছ্বাস ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, এমএ মোতালেব হোসেন একজন মানবিক ও দানশীল ব্যক্তি হিসেবে ফরিদপুরসহ আশপাশের এলাকায় ব্যাপক পরিচিত। তিনি শত শত অসহায় মানুষের চিকিৎসা সহায়তা প্রদান, মসজিদ-মাদ্রাসার উন্নয়নমূলক কাজ এবং গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করে দিয়ে হাজার হাজার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে চিকিৎসার জন্য তিনি লন্ডনে অবস্থানকালে ফরিদপুরের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় তার সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। অনেক মানুষ রাত জেগে নফল ইবাদত ও দোয়া করেছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।
সাধারণ মানুষের দোয়ায় তিনি সুস্থ হয়ে ফরিদপুরে ফিরে আসায় তাকে ফুল দিয়ে বরণ করে নেন শুভাকাঙ্ক্ষীরা। এ সময় এমএ মোতালেব হোসেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মানুষের ভালোবাসা ও দোয়াই তাকে নতুন করে শক্তি জুগিয়েছে।

আবুল কালাম, 










