জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৫ উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা-এ আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ই ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রবাসী কর্মীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিটেন্স দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সকল পক্ষকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি শাহজালাল ইসলামী ব্যাংকের ম্যানেজার মনিরুল ইসলাম বলেন, বিগত অনেকদিন যাবত অভিবাসীরা বৈধ পথে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এনে দেশের অর্থনীতি চাঙ্গা রেখেছে বৈধ পথে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে সরকার ২% ভর্তুকি দিচ্ছে আর অবৈধ পথে টাকা পাঠালে সেই টাকা দেশের কোন কাজে আসছে না তাই বৈধ পথে টাকা পাঠাতে অভিবাসীদের অনুরোধ জানান। যাতে দেশের অর্থনীতিতে প্রবাসীরা বিশেষ অবদান রাখতে পারে। তাছাড়া অভিবাসী কর্মীদের অধিকার, নিরাপদ কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং প্রবাসে কর্মরত অবস্থায় নানা চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রশাসন চরভদ্রাসন এবং সহযোগিতায় ছিল অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম।
আয়োজকরা জানান, এই দিবস পালনের মাধ্যমে অভিবাসী কর্মীদের অবদানকে সম্মান জানানো এবং সচেতনতা বৃদ্ধিই ছিল মূল লক্ষ্য।

আবুল কালাম, 










