চরভদ্রাসন সরকারি কলেজের সাবেক ভিপি ও আওয়ামী লীগ নেতা সাবেক এমপি নিক্সন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ভিপি কুদ্দুসকে গ্রেফতার করেছে পুলিশ।
চরভদ্রাসন থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তির নাম আঃ কুদ্দুস আলী। তাঁর পিতা মৃত সেক পান্জু, ঠিকানা—আরশাদ মাতুব্বর ডাংগী। সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৮/৯/১০/১১/১৩ ধারায় দায়ের করা মামলায় গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
থানা সূত্র আরও জানায়, চরভদ্রাসন থানার এসআই রিফাত উদ্দিনের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

আবুল কালাম হ্যাঁ 










