চরভদ্রাসনে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার উদ্যোগে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টা উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় দিবস দু’টি পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়, যার মধ্যে রয়েছে—শহীদদের স্মরণে শোক র্যালি, আলোচনাসভা, জাতীয় পতাকা উত্তোলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রার্থনা এবং শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল।
সভায় বক্তারা বলেন, বুদ্ধিজীবী হত্যা ইতিহাসের এক ঘৃণ্যতম অধ্যায়। জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যার মধ্য দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী স্বাধীনতাকে স্তব্ধ করে দিতে চেয়েছিল। কিন্তু সেই রক্তস্নাত পথ পেরিয়ে অর্জিত আজকের স্বাধীন বাংলাদেশ—যার রক্ষক নতুন প্রজন্ম। তাই ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সত্য ও ন্যায়ের পথ অনুসরণ করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।
উপজেলা প্রশাসন জানান, দিবস দু’টি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালনের লক্ষ্যে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জাতীয় পতাকা অর্ধনমিত করা, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও বিভিন্ন কর্মসূচিতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সকলকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
সভা শেষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুরো সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে দিবস উদযাপনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।
—
প্রয়োজনে আমি আপনার জন্য হেডলাইন, লিড, সংবাদে বক্তার উদ্ধৃতি বা আরও তথ্য যুক্ত করে সাজিয়ে দিতে পারি। চাইলে ছবির ক্যাপশনও তৈরি করে দিতে পারি।












