কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুলের নিঃশর্ত মুক্তির দাবিতে চরভদ্রাসন উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল শেষে বটতলায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা জানান, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের মিথ্যা মামলায় শহিদুল ইসলাম খান বাবুলকে
দণ্ডিত করেছে। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। অনতি বিলন্বে তার সাজা বাতিল এবং নিঃশর্ত মুক্তি দাবি করেন।
এ সময় বক্তব্য দেন, চরভদ্রাসন উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, গাজিরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী, হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর বেপারী, চরভদ্রাসন উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য,মোঃ দিপু খান,আমিনুল ইসলাম বাচ্চু, মোঃ জাহাঙ্গীর ব্যাপারী,মোস্তফা কবির,মোঃ গফফার,গাজীরটেক ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলী প্রামানিক,গাজিরটেক ইউনিয়ন কৃষক দলের সভাপতি আঃ মান্নান সাধারণ সম্পাদক নজরুল মৃধা,সহ উপজেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জানে আলম।