, সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ফরিদপুরে মনোনয়ন দ্বন্দ্ব: বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ চরভদ্রাসনের সেই অসুস্থ ইব্রাহীমের পাশে দাড়ালো কিশোর আলো যুব সংগঠ চরভদ্রাসনে প্রতিবন্ধী অটোচালক ইব্রাহীমের জীবনে অন্ধকার — সমাজের বিত্তবানদের সহায়তা প্রার্থনা শহিদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল। মধুপুর প্রেসক্লাবের নবগঠিত নেত্রীবৃন্দের সাথে ইউএনও এর মতবিনিময় চরভদ্রাসনে জন্মাষ্টমীতে সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করলেন স্পেন বিএনপি নেতা ইউনুস প্রামানিক চরভদ্রাসনে যুবলীগ নেতা দিপু খালাসী ১দিনের রিমান্ডে ভরা মৌসুমেও ইলিশশূন্য সদরপুরের পদ্মা নদীতে, বাজারে দাম আকাশছোঁয়া বন্দর ও করিডোর নিয়ে অপপ্রচার চালানো হয়েছে: ড. ইউনূস খুনিরা মহাসুখে, খাচ্ছে, ঘুরছে, সেলফি তুলছে!

ভরা মৌসুমেও ইলিশশূন্য সদরপুরের পদ্মা নদীতে, বাজারে দাম আকাশছোঁয়া

 

ভরা মৌসুমেও ইলিশশূন্য ফরিদপুর জেলার সদরপুরের পদ্মা নদী। জেলেদের জালে আগের মতো ধরা পড়ছে না ইলিশ। নদীতে জাল ফেলে ইলিশ না পেয়ে জেলেরা ফিরছে শূন্যহাতে। এ উপজেলার বহু জেলে পদ্মায় কাঙ্ক্ষিত ইলিশ না পওয়ায় পেশা পরিবর্তন করে ফেলছেন।
জানা গেছে, হঠাৎ করে পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় মাছ আগের মতো পাওয়া যাচ্ছে না। এছাড়াও মেঘনা নদী ও সমুদ্র উপকূলে অধিক পরিমাণে ইলিশ শিকার হওয়ায় পদ্মায় আর তেমন ইলিশ ঢুকতে পারে না৷ পদ্মায় যে ইলিশ পাওয়া যায় তা আকারে ছোট, যদিও বড় কিছু পাওয়া যায় তাও খুব অল্প পরিমাণে৷ যে কারণে সেসব বড় ইলিশের প্রচুর দাম হয়ে থাকে, যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।
উপজেলা মৎস অধিদপ্তর সূত্রে জানা গেছে, সদরপুর উপজেলার দিয়ারা নারিকেল বাড়িয়া, ঢেউখালী, আকোটের চর ও চর নাসিরপুর ইউনিয়নের জেলেরা মূলত ইলিশ শিকার করে থাকেন। এ ইউনিয়নগুলোর প্রায় ৭ হাজার মানুষ ইলিশ শিকার পেশায় জড়িত, যার মধ্যে কার্ড ধারী জেলে রয়েছে প্রায় ৬৫০ জনের মতো। তবে দ্রুত কার্ড ধারী জেলের সংখ্যা আরো বাড়ানো হবে।
নদীতে মাছ ধরতে আসা জেলে মো. মুকলেছুর রহমান জানান, গত কয়েকদিন ধরে বৃষ্টি উপেক্ষা করে পদ্মায় গিয়ে এক প্রকার খালি হাতেই ফিরে এসেছি। ৬/৭ জন মিলে যাও কয়টা ইলিশ পেয়েছি তা বেচে তেলের পয়সাও ঠিক মতো উঠে না৷ আমাদের খাটুনির কথাতো বাদই দিলাম৷
আরেক জেলে আবুল ফরাজি জানান, গত এক সপ্তাহ ধরে নদীতে জাল ফেলে কাঙ্ক্ষিত ইলিশের দেখা পাচ্ছি না। কালেভদ্রে দু’একটি পেলেও তা সাইজে অনেক ছোট। আমাদের পেশা ইলিশ ধরা। আমরা যদি ইলিশই না ধরতে পারি তাহলে পরিবার নিয়ে বাঁচবো কীভাবে? বাপ-দাদার পেশা চাইলেও পরিবর্তন করতে পারি না৷
ঢেউখালী ইউনিয়নের পিয়াজখালী বাজারের ইলিশ মাছ ব্যবসায়ী মো. জয়নাল মোল্যা জানান, ভাদ্র মাস গেলে সামনে ভালো পরিমাণে ইলিশ মাছ পাওয়া যাবে। কয়েক বছর ধরে ইলিশ খুব কমই পওয়া যাচ্ছে পদ্মায়। আগে ইলিশ পাওয়া যেত বেশি, দাম ছিলো কম৷ আর এখন ইলিশ পাওয়া যায় কম, কিন্তু দাম অনেক বেশি। বর্তমানে পদ্মার একটি ১ কেজি সাইজের ইলিশ ৩/৪ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ছোট সাইজও ১/২ হাজারের কম না।
আকোটের চর ইউনিয়নের কালিখোলা বাজারে ইলিশ কিনতে আসা ক্রেতা শহিদুল মুন্সী জানান, বাড়িতে মেহমান আসছে, তাই সেই ফরিদপুর সদর থেকে আসছিলাম পদ্মার তাজা ইলিশ কিনতে। এসে দেখলাম ইলিশ কিছু আছে তবে দাম আকাশছোঁয়া। সাইজেও ছোট সব৷ যদিও এক ডালা ছোট সাইজের ইলিশ কিনেছি তবে অনেক দাম দিয়ে৷

সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, পানি প্রবাহের সাথে ইলিশের আনাগোনার একটা ভালো সম্পর্ক রয়েছে। নদীতে পনি বৃদ্ধি পাওয়ায় এখন জেলেদের জালে তুলনামূলক ইলিশ কম ধরা পড়ছে। বিগত ২ সপ্তাহ হলো মেঘনাতে বেশ ভালো পরিমাণে ইলিশ ধরা পড়ছে। সে হিসাবে আমরা আশা করতে পারি, পানি একটু কমলে পদ্মায়ও ভালো পরিমাণে ইলিশ ধরা পড়বে।

এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা জানান, আমরা যদি ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা বন্ধ করি এবং জাটকা ইলিশ ধরা থেকে বিরত থাকি তাহলে কিন্তু ইলিশের উৎপাদন বাড়ানো সম্ভব হবে। আমরা উপজেলা প্রশাসন সরকারি নিষেধাজ্ঞার সময় নিয়মিত পদ্মায় অভিযান পরিচালনা করি। ওই সময়ে পদ্মায় ইলিশ শিকার করলে জেলেদের জেল-জরিমানাও করি। কিন্তু তার পরেও বহু জেলে লুকিয়ে এবং রাতের আঁধারে ইলিশ শিকার করে। এতো বিশাল পদ্মায় ২৪ ঘণ্টা অভিযান পরিচালনা করেও একেবারে ইলিশ শিকার বন্ধ করা সম্ভব হয় না। জেলেরা যদি প্রতি বছর সরকারি নিষেধাজ্ঞা পুরোপুরি মানতো তাহলে হয়তো ইলিশ সংকট কিছুটা হলেও দূর করা যেত।

জনপ্রিয়

ফরিদপুরে মনোনয়ন দ্বন্দ্ব: বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

ভরা মৌসুমেও ইলিশশূন্য সদরপুরের পদ্মা নদীতে, বাজারে দাম আকাশছোঁয়া

প্রকাশের সময় : ০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

 

ভরা মৌসুমেও ইলিশশূন্য ফরিদপুর জেলার সদরপুরের পদ্মা নদী। জেলেদের জালে আগের মতো ধরা পড়ছে না ইলিশ। নদীতে জাল ফেলে ইলিশ না পেয়ে জেলেরা ফিরছে শূন্যহাতে। এ উপজেলার বহু জেলে পদ্মায় কাঙ্ক্ষিত ইলিশ না পওয়ায় পেশা পরিবর্তন করে ফেলছেন।
জানা গেছে, হঠাৎ করে পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় মাছ আগের মতো পাওয়া যাচ্ছে না। এছাড়াও মেঘনা নদী ও সমুদ্র উপকূলে অধিক পরিমাণে ইলিশ শিকার হওয়ায় পদ্মায় আর তেমন ইলিশ ঢুকতে পারে না৷ পদ্মায় যে ইলিশ পাওয়া যায় তা আকারে ছোট, যদিও বড় কিছু পাওয়া যায় তাও খুব অল্প পরিমাণে৷ যে কারণে সেসব বড় ইলিশের প্রচুর দাম হয়ে থাকে, যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।
উপজেলা মৎস অধিদপ্তর সূত্রে জানা গেছে, সদরপুর উপজেলার দিয়ারা নারিকেল বাড়িয়া, ঢেউখালী, আকোটের চর ও চর নাসিরপুর ইউনিয়নের জেলেরা মূলত ইলিশ শিকার করে থাকেন। এ ইউনিয়নগুলোর প্রায় ৭ হাজার মানুষ ইলিশ শিকার পেশায় জড়িত, যার মধ্যে কার্ড ধারী জেলে রয়েছে প্রায় ৬৫০ জনের মতো। তবে দ্রুত কার্ড ধারী জেলের সংখ্যা আরো বাড়ানো হবে।
নদীতে মাছ ধরতে আসা জেলে মো. মুকলেছুর রহমান জানান, গত কয়েকদিন ধরে বৃষ্টি উপেক্ষা করে পদ্মায় গিয়ে এক প্রকার খালি হাতেই ফিরে এসেছি। ৬/৭ জন মিলে যাও কয়টা ইলিশ পেয়েছি তা বেচে তেলের পয়সাও ঠিক মতো উঠে না৷ আমাদের খাটুনির কথাতো বাদই দিলাম৷
আরেক জেলে আবুল ফরাজি জানান, গত এক সপ্তাহ ধরে নদীতে জাল ফেলে কাঙ্ক্ষিত ইলিশের দেখা পাচ্ছি না। কালেভদ্রে দু’একটি পেলেও তা সাইজে অনেক ছোট। আমাদের পেশা ইলিশ ধরা। আমরা যদি ইলিশই না ধরতে পারি তাহলে পরিবার নিয়ে বাঁচবো কীভাবে? বাপ-দাদার পেশা চাইলেও পরিবর্তন করতে পারি না৷
ঢেউখালী ইউনিয়নের পিয়াজখালী বাজারের ইলিশ মাছ ব্যবসায়ী মো. জয়নাল মোল্যা জানান, ভাদ্র মাস গেলে সামনে ভালো পরিমাণে ইলিশ মাছ পাওয়া যাবে। কয়েক বছর ধরে ইলিশ খুব কমই পওয়া যাচ্ছে পদ্মায়। আগে ইলিশ পাওয়া যেত বেশি, দাম ছিলো কম৷ আর এখন ইলিশ পাওয়া যায় কম, কিন্তু দাম অনেক বেশি। বর্তমানে পদ্মার একটি ১ কেজি সাইজের ইলিশ ৩/৪ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ছোট সাইজও ১/২ হাজারের কম না।
আকোটের চর ইউনিয়নের কালিখোলা বাজারে ইলিশ কিনতে আসা ক্রেতা শহিদুল মুন্সী জানান, বাড়িতে মেহমান আসছে, তাই সেই ফরিদপুর সদর থেকে আসছিলাম পদ্মার তাজা ইলিশ কিনতে। এসে দেখলাম ইলিশ কিছু আছে তবে দাম আকাশছোঁয়া। সাইজেও ছোট সব৷ যদিও এক ডালা ছোট সাইজের ইলিশ কিনেছি তবে অনেক দাম দিয়ে৷

সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, পানি প্রবাহের সাথে ইলিশের আনাগোনার একটা ভালো সম্পর্ক রয়েছে। নদীতে পনি বৃদ্ধি পাওয়ায় এখন জেলেদের জালে তুলনামূলক ইলিশ কম ধরা পড়ছে। বিগত ২ সপ্তাহ হলো মেঘনাতে বেশ ভালো পরিমাণে ইলিশ ধরা পড়ছে। সে হিসাবে আমরা আশা করতে পারি, পানি একটু কমলে পদ্মায়ও ভালো পরিমাণে ইলিশ ধরা পড়বে।

এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা জানান, আমরা যদি ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা বন্ধ করি এবং জাটকা ইলিশ ধরা থেকে বিরত থাকি তাহলে কিন্তু ইলিশের উৎপাদন বাড়ানো সম্ভব হবে। আমরা উপজেলা প্রশাসন সরকারি নিষেধাজ্ঞার সময় নিয়মিত পদ্মায় অভিযান পরিচালনা করি। ওই সময়ে পদ্মায় ইলিশ শিকার করলে জেলেদের জেল-জরিমানাও করি। কিন্তু তার পরেও বহু জেলে লুকিয়ে এবং রাতের আঁধারে ইলিশ শিকার করে। এতো বিশাল পদ্মায় ২৪ ঘণ্টা অভিযান পরিচালনা করেও একেবারে ইলিশ শিকার বন্ধ করা সম্ভব হয় না। জেলেরা যদি প্রতি বছর সরকারি নিষেধাজ্ঞা পুরোপুরি মানতো তাহলে হয়তো ইলিশ সংকট কিছুটা হলেও দূর করা যেত।